সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: জরিমানার টাকা ঘরে বসে পরিশোধের ব্যবস্থা নিয়ে সিলেট বিভাগে যাত্রা শুরু করলো ই ট্রাফিকিং সিস্টেম। এখন থেকে বিভাগের চার জেলায় যানবাহনের মালিক ও চালকরা ইউ ক্যাশের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন জরিমানার টাকা। এত হয়রানির কমার পাশাপাশি ট্রাফিক পুলিশের কার্যক্রমেও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত বুধবার বিকেলে নগরীর রিকাবিবাজারস্থ পুলিশ লাইন্স এ ই-ট্রাফিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রামীনফোন, ইউসিবিএল ও সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ সুপারের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম-বার।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম-সেবা।
বক্তারা বলেন, ই ট্রাফিকিং সিস্টেম চালু হওয়ায় এখন জরিমানার টাকা পরিশোধের জন্য কাউকে ট্রাফিক অফিসে এসে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসে বা যে কোন ইউক্যাশ সেন্টার থেকে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।
অনুষ্ঠানে বক্তারা নতুন সড়ক আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সবাই সচেতন হলেই সড়ককে নিরাপদ ও সুশৃঙ্খল করা যাবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd