সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে দেড় কেজি ওজনের ১২ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। বিমান বন্দরের বাথরুম থেকে শনিবার সকাল ৯টার দিকে স্বর্ণের বারগুলো জব্দ করেন বিমান বন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। জব্দ হওয়া ওই স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা বলে ধারণা কাস্টমস কর্মকর্তাদের।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার ছয়দুল আলম জানান, কোনো যাত্রী বিমানে করে আনা স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যায়।
বিষয়টি জানতে পেরে তারা ১২ পিস স্বর্ণের বার জব্দ করেন। জব্দ হওয়া স্বর্ণের ওজন প্রায় এক কেজি ৪০০ গ্রাম হবে জানান তিনি।
বিমান বন্দর কাস্টমের ওই কর্মকর্তা আরো জানান, এ দিন সকালে দুবাই ফ্লাইট, সিলেট-লন্ডন কানেক্টিং ফ্লাইটসহ তিনটি ফ্লাইট ছিল। নিরাপত্তা জোন পার হতে পারবে না ভেবে, চোরাচালানে জড়িত যাত্রী স্বর্ণের বারগুলো বাথরুমে ফেলে রেখেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd