সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে জীবন যুদ্ধে হেরে যান তিনি।
পড়তেন রসায়ন বিভাগের তৃতীয় বর্ষে।শরীরে বিঁধেছিল মরণব্যাধি ক্যানসার।ধীরে ধীরে সব হয়ে যাচ্ছিল নিস্তেজ। সাদিয়াকে বাঁচাতে পাশে এসে দাঁড়িয়েছিল তিতুমীর কলেজের সকল স্বেচ্ছাসেবী রাজনৈতিক সংগঠন।পাশাপাশি সকল ডিপার্টমেন্ট থেকে শিক্ষকরা।
খুব ইচ্ছা ছিল সংবাদ উপস্থাপক হওয়ার। সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কর্মশালাগুলোতেও অংশগ্রহণ ছিল সাদিয়ার।
শুক্রবার জুম্মার নামাজের পর সাদিয়া তার নিজের ফেসবুক প্রোফাইল থেকে স্ট্যাটাস দেন, ‘হয়তোবা আমার সময় শেষ। আমি এখন কথাও বলতে পারছি না। আমাকে আমার ট্রিটমেন্টের জন্য যারা যেখান থেকে সাহায্য করেছেন আমি তাদের কাছে থ্যাংকফুল। আর যারা আমাকে দেখতে চান, বাসায় এসে আমাকে দেখতে পারেন।’
সাদিয়ার শেষ ইচ্ছানুযায়ী তিতুমীর কলেজেই শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় তিতুমীর কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সাদিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd