সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে হিজড়া নামধারীদের হামলায় শেফু মিয়া নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮ টার দিয়ে নগরীর কোতোয়ালী থানাধীন জিতু মিয়া পয়েন্টে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত নগরীর মাছুদিঘিরপাড়ের জামাল মিয়ার কলোনির বাসিন্ধা মৃত মন্তাজ আলীর ছেলে শেফু মিয়া (৪৫)। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় আছেন।
জানা গেছে, আহত শেফু মিয়া জিতু মিয়া পয়েন্টে দীর্ঘদিন থেকে চটপটির ব্যবসা করে আসছেন। হিজড়া নামধারী দুই সন্তানের জনক রানা ভূইয়া ও তার সহযোগীদের নিয়ে প্রতিদিন দোকানে এসে ৬শ টাকা করে চটপটির গাড়ি ভাড়া নিয়ে যায়। বৃহস্পতিবার শেফু মিয়া তার গাড়ি না নিয়ে ২শ টাকায় অন্য একটি গাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করেন। পরে রানা কিপ্ত হয়ে তার সহযোগী জাহেদকে নিয়ে শেফু মিয়াকে মারধর করে। পরে স্থানীয় লোকজন শেফু মিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে যায়।
রানা ভূইয়া হিজড়াদের ভ্যান গাড়ি নিয়ে চটপটি ওয়ালাদের কাছে ভাড়া দিয়ে দৈনিক ৬শ টাকা করে আদায় করেন। বর্তমানে তার নিয়ন্ত্রনে নগরীতে প্রায় ছয়টি চটপটির গাড়ি রয়েছে। আর এই সকল গাড়ির মালিক আসল হিজড়ারা। বাস্তবে কোন হিজড়া রানার কাছ থেকে টাকা পায়নি। রানা ভূইয়ার ভয়ে হিজড়ারা মুখ খোলতে পারেনি। নগরীর বিভিন্ন পয়েন্টে তার গাড়ি রয়েছে। থানা পুলিশ গাড়ি তোলার চেষ্টা করলে সে এসএমপির ডিসি জাবেদুর রহমানের লোক পরিচয় দিয়ে থাকে। যার ফলে কোন থানা পুলিশের লোকজনের পক্ষে রানা ভূইয়ার গাড়ি রাস্তা থেকে সরানো হয়নি বলে জানিয়েছে একটি সূত্র।
অভিযুক্ত হামলাকারী নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল আফিয়ার কোণা গ্রামের মৃত জুবেদ আলীর পুত্র দুই সন্তানের জনক রানা ভূইয়া। বর্তমানে নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় একটি বসবাস করে আসছে। রানা ভূইয়া ও তার সহযোগী নকল হিজড়ারা মিলে সিলেটের বিভিন্ন পাড়া মহল্লা ও শপিং মল, দোকানপাটগুলো, বিয়ে বাড়িতে গিয়ে এবং বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের শুভ যাত্রার গাড়ি আটক করে চাঁদাবাজি ও নগরীর জালালাবাদ পার্কে সন্ধ্যা নামলেই চলে তাদের রমরমা সমকামীর ব্যবসা ব্যায়পারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগও দেওয়া হয়েছে।
হিজড়াদের ভ্যান গাড়ি চটপটি ওয়ালাদের ভাড়া দিয়ে দৈনিক ৬শ টাকা করে আদায় করে।এই হিজড়া নামধারী রান ভূইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবসস্থা নিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আশু হস্থক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শেফু মিয়ার পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd