সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯
সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেট-৪ আসনের সাংসদ ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অর্থনীতি, অবকাঠামো, কূটনীতি, জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়নের উল্লেখযাগ্য অগ্রগতি অর্জনের মধ্যদিয়ে দেশ এগিয়ে চলছে। আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সরকার গ্রামকে শহরে পরিনত করতে চায়। এজন্য গ্রাম উন্নয়নের জন্য সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বহর- কালেঙ্গার পার পাকা সড়ক নির্মাণ, প্রায় ৩ কোটি ব্যায়ে বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও ৩২ লাখ টাকা ব্যায়ে বহর কটাই মিয়ার বাড়ীর সন্নিকটে নির্মিত ব্রিজের উদ্বোধন করেন।
তিনি শুক্রবার সকাল সাড়ে নয়টায় গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন কালে এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, কোম্পানীঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আলী আমজাদ, সাধারণ সম্পাদক মোঃ আপ্তাব আলী কালা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: গোলাপ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রিপন, শ্রম সম্পাদক মোঃ জৈন উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দীরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দীরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নন্দীরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়ন্ত দাশ সুমন, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা ট্রাক, পিকআপ কার্ভভ্যান শ্রমিক ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ- কমিটির সভাপতি মো হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক কমিটির সদস্য বিধান চন্দ্র, সোহান দে, ইউনিয়ন আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, মিজানুর রহমান, খালেদ আহমদ, সিলেট জেলা তাতী লীগ নেতা আলাজুর রহমান, সালুটিকর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, ব্যাবসায়ী ফরিদ আহমদ, জজ মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য মো আজির উদ্দিন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd