সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারীদের নতুন পণ্য হিসাবে যুক্ত হল শিশুদের ব্যবহারের জন্য জায়পার (প্যামপাস)। বিজিবি’র অভিযানে গাড়ীসহ ২৭০ প্যাকেট জায়পার (প্যামপাস) আটক করা হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প অভিযান করে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকা হতে পিকআপ সহ ২৭০ প্যাকেট অবৈধ ভাবে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় জায়পার আটক করে। আটক জায়পার ও গাড়ী তামাবিল কাষ্টম অফিসে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, স্বপন মোল্লা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধ ভাবে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ পন্য নিয়ে আসে। এসকল পণ্য সিলেট শহর সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মালামাল আটক হলেও নানা কৌশলে চোরাকারবারীরা ছিটকে পড়ে। ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের অভিযানে গাড়ী সহ মালামাল আটক হলে কোন কৌশলে গাড়ী ছাড়িয়ে নিতে পারেনি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্প কমান্ডার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে শিশুদের জন্য ব্যবহৃত ২৭০ প্যাকেট জায়পার সহ ১টি পিকআপ আটক করি। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd