সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি :: দেশে ফেরা হলো না প্রবাসী হাবিব আহমদের। না ফেরার দেশে চলে গেলেন রেমিটেন্স যোদ্ধা কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের মৃত হাজী শফিকুল হক উরফে হরুহুনার পুত্র সৌদিআরব প্রবাসী হাবিব আহমদ (৩৫)এর।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার হাবিব আহমদ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার কর্মস্থল সৌদি আরবের জিদ্দায় বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৩ সন্তানের জনক হাবিব আহমদ আগামী ২ ডিসেম্বর সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাড়ীতে আসার কথা ছিল। বাড়ীতে আসার জন্য সব ধরনের কেনাকাটা করেন হাবিব।
এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাবিবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সিলেট সহ কানাইঘাটের অনেক অসংখ্য প্রবাসী ছুটে যান তার লাশ দেখতে।
বাড়ীতে তার মৃত্যুর সংবাদ জানার পর স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। প্রবাসী হাবিবের বাড়ীতে এলাকার লোকজন ছুটে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করতে দেখা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd