সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে আগামী দশদিন এই খাদ্যদ্রব্য বর্জনের ঘোষণা দিয়েছেন গৃহিণীরা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধনে এই ঘোষণা দেন তারা।
এ সময় গৃহিণীরা দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন চলাকালে ‘পেঁয়াজ খাবো না’, ‘পেঁয়াজ কিনব না, ‘পেঁয়াজ বর্জন করুন’, ‘সিন্ডিকেটকে রুখে দাঁড়াও’ লেখা পোস্টার হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়ান গৃহিণীরা।
চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার গৃহিণীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা বলেন, বর্তমান সময়ে পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদেরও সচেতন হওয়া উচিত।
গৃহিণীরা বলেন, পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। সকলে একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে সিন্ডিকেট ভেঙে যাবে। প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে গৃহিণীরা আগামী দশদিন সবাইকে পেঁয়াজ বর্জন করার আহবান জানান।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা গৃহিণীদের এই মানববন্ধনকে স্বাগত জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd