সিলেট ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকা থেকে ভারতীয় পাতার বিড়িসহ এক ব্যাক্তিকে আটক করেছে শীবের বাজার পুলিশ ফাড়ির সদস্যরা। আটকৃত ব্যক্তির নাম জাকির হোসেন ওরফে জাকির (৩০)। সে জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের সতর গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪২ হাজার পিছ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
শিবের বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই চন্দ্রশেখর জানান, আটককৃত আসামির বিরুদ্ধে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। এরপর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd