সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টায় উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে গ্যারেজে আগুন লাগলে সেখানে রক্ষিত আলাল মিয়ার প্রোবক্স গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন গাড়ির গ্যাস সিলিন্ডার পর্যন্ত চলে যায়। তখন সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান উপজেলার জৈন্তাাপুর ইউনিয়নের ২ নম্বর লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রেদওয়ান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইসমাইল নামের একজনকে গুরুতর অবস্থায় জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্য আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছিল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd