সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবককে মারপিট করে বস্তায় ভর্তি করা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ডিগারকুল গ্রামে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ২২ নভেম্বর রাত প্রায় আড়াইটার দিকে ডিগারকুল গ্রামের আবু সামার ছেলে সুলেমান আহমদকে (২৩) কয়েকজন লোক হামলা চালিয়ে তাকে মারপিট করে। তখন আহত সুলেমান আহমদ অজ্ঞান হয়ে পড়লে একটি বস্তায় তার দেহ ভর্তি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুলেমানের চাচাতো ভাই শামীমের চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে আহত যুবকের মা বলেন, শামীম না দেখলে তারা আমার ছেলেকে মেরে ফেলতো। এখনো তাদের ভয়ে আমরা আতঙ্কিত। যে কোন সময় আবারো হামলা করতে পারে।
এ ঘটনায় ২৬ নভেম্বর মঙ্গলবার আহত সুলেমান আহমদ বাদী হয়ে একই গ্রামের আকলু মিয়ার ছেলে রফিক মিয়াকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd