সিলেট ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্তে মাটি চাপা পড়ে ফের এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুরে শাহ আরেফিন টিলায় হাসনু চৌধুরী ও মামুন চৌধুরীর পাথরের গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধ্বসে আহত হন আব্দুল আওয়াল ও তার স্ত্রী।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আওয়ালের মৃত্যু হয়।
নিহত পাথর শ্রমিক আব্দুল আওয়াল সুনামগঞ্জ জেলার মৃত মুত্তালেব মিয়ার ছেলে। তিনি বউ বাজার এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায়, এর আগে মামুন চৌধুরীর ও হাসনু চৌধুরীর গর্তে কয়েক দফায় একাধিক শ্রমিক নিহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু জানান, প্রথমে পাথর চাপা পড়ে সে আহত হলে ওসমানী হাসপাতালে নেয়ার পর চিকিতসাধিনবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd