সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির দুই ছাত্রী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁন্দুড়িয়া হাড়দো ও সিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ওই গ্রামের গোলাম আলীর মেয়ে শাহিনা খাতুনের (১৩) বসন্তপুর গ্রামে এবং কালাম আলীর মেয়ে জান্নাতুন ফেরদৌসের হাড়দো গ্রামেই পৃথকভাবে বিয়ে ঠিক করেন তাদের বাবা-মা। সে মোতাবেক কনের বাড়িতে শনিবার সকাল থেকে বিয়ের আয়োজন করা হয়। ওই দুই ছাত্রী পবা উপজেলার বাগধানী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে।
এ ব্যাপারে উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু বলেন, একই গ্রামে দুই বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। এ সময় বরসহ অন্য লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের বাবা-মা এই মর্মে মুচলেকা দেন যে তাদের মেয়েদের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না। পরে ইউএনও তাদের জানান, আবারও বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd