সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ জন জঙ্গি সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ। খবর ইউএনবি’র।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আব্দুর রউফ জানান, তার নেতৃত্বে শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ জঙ্গিবিরোধী অভিযান চলে।
আটক ব্যক্তিরা হলেন- হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান এরশাদুল আলম, সদস্য নাজমুল, লোকমান, মাহফুজ, ইমতিয়াজ, করিম, আবদুল্লাহ মোনায়েম, কামরুল হাসান, আজিমউদ্দিন, আরিফুল ইসলাম, রাফি, আজিমুল হুদা, নাসির, মোস্তফা আকবর চৌধুরী ও আলাউদ্দিন।
তার ভাষ্য, অভিযানে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় বৈঠক করা অবস্থায় ১৩ জনকে এবং বায়েজিদ থানা এলাকার অপর একটি বাসা থেকে দুজনকে আটক করা হয় বলে জানা গেছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, আটক হিযবুত তাহরীর আঞ্চলিক প্রধান এরশাদুল নগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd