জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযানে লালাখাল বাঘছড়া এলাকা হতে ২৭ টি মহিষ আটক করা হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের বাঘছড়া এলাকা হতে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হযরত এর নেতৃত্বে ২২ নভেম্বর শুক্রবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২৭ টি ভারতীয় মহিষ আটক করা হয়।
এলাকাবাসী জানান চোরাকারবারীরা অবৈধ পথে মহিষ নিয়ে বাংলাদেশে প্রবেশের পর পর বিজিবি অভিযান চালিয়ে মহিষ আটক করে। চোরাকারবারি দলের সদস্যরা বিজিবি’র উপস্থিতিটের পেয়ে মহিষ ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসী আরও জানান লালাখাল সীমান্তের জালিয়াখলা, লালাখাল, তুমইর, জঙ্গীবিল, ইয়াংরাজা, বালিদাঁড়া, বাঘছড়া দিয়ে প্রতিদিন হাজার হাজার বস্তা মটরশুটি, আমদানীকৃত রসুন, মসুরি ডাল, চানা ডাইল, স্বর্ণেও বার পাচারকরে আসছে। অপরদিকে ভারত হতে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোনসেট, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ, ইয়াবা, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, নাছির বিড়ি, হরলিক্স, কসমেট্রিক্স, নি¤œ মানের চা-পাতা ও শত শত গরু-মহিষ বাংলাদেশে প্রবেশ করছে।
এবিষয়ে জানতে ১৯ বিজিবি’র সিও (কমান্ডিং অফিসার) লে.কর্নেল আবু সাঈদ প্রতিবেদককে জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রন করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। ২২ নভেম্বর দুপুরে ২৭ টি মহিষ আটক করা হয়।
Sharing is caring!