বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশের বিশেষ অভিযানে পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বৈরাগীগাঁও গ্রামের মৃত নজারত খানের ছেলে গুলচন খান, গুলচন খানের ছেলে দুলাল খান, আলাল খান, হেলাল খান, একই গ্রামের মৃত নজারত খানের ছেলে হুছন খান, হুছন খানের ছেলে আবদুল খান, উপজেলার সাঙ্গারাই গ্রামের আবদুল হাসিমের ছেলে মোঃ জামাল, একই গ্রামের মনির উদ্দিনের ছেলে শাহিন মিয়া, মেয়ে জুসনা বেগম, উপজেলার শেখেরগাঁও গ্রামের মাহমদ আলীর ছেলে কবির মিয়া, ছত্রিশ গ্রামের জমির উদ্দিনের ছেলে কাবিল উদ্দিন।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্ডভুক্ত পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রয়েছে। আর এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত পলাতক ১১ আসামিকে (২১ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।