সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট ডোনা বিজিবি ক্যাম্পের জোয়ানরা ২ লক্ষ ভারতীয় রুপি সহ মামুনুর রশিদ (১৮) নামে এক চোরাকারবারীকে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
অভিযোগে জানা যায় ডোনা বিজিবি ক্যাম্পের একদল জোয়ান সীমান্তের মেইন পিলারের ১৩৩৪ নং এলাকায় গত সোমবার গভীর রাত পর্যন্ত টহল দেন। এক পর্যায়ে গত মঙ্গলবার ভোর ৫ টার দিকে সীমান্তের খাজানীপাড়া নামক স্থানে ভারত থেকে অবৈধ ভাবে একব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাকে সন্দেহ পূর্বক আটক করে টহলরত বিজিবি জোয়ানরা।
এসময় তার দেহ তল্লাশী করে বিজিবি জোয়ানরা ২ হাজার রুপির ১শ’টি নোট ভারতীয় ২ লক্ষ টাকা ও ৩টি মোবাইল ফোন সহ মামুনুর রশিদ নামে একজন আটক করেন। মামুনুর রশিদের বাড়ী সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি ডোনা ইসলামপুর গ্রামে। তার পিতার নাম মোঃ আবুল কালাম। সে একজন চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য বলে বিজিবি জানিয়েছে।
আটককৃত মামুনুর রশিদ কে গত মঙ্গলবার দুপুরে থানায় সোপর্দ করে বিজিবি। তার বিরুদ্ধে ভারতীয় রুপি অবৈধ ভাবে রাখার অপরাধে ডোনা বিজিবি ক্যাম্পের নায়েক মোঃ মেজবাউল হক বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। থানার মামলা নং-১৮ তাং-১৯/১১/২০১৯ইং। গতকার বুধবার গ্রেফতারকৃত মামুনুর রশিদকে আদালতে সোপর্দ করে পুলিশ। জানা গেছে সীমান্তবর্তী এলাকায় বর্তমানে একটি চক্র ভারতীয় রুপির রমরমা হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd