সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গ্রজব প্রতিরোধে সচতেনতা তৈরি ও অতিরিক্ত মূল্যে লবন বিক্রি বন্ধে বাজার মনিটরিং করছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে জাফলংয়ের মামার বাজারে ডিবি পুলিশের ওসি মোঃ সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং করেন।
এসময় তিনি বলেন, লবনের দাম বৃদ্ধির খবর পুরোটাই গুজব। বাজারে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোন নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে এমন গুজবে কান না দেয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন।
এ ছাড়াও পুরো লবন নিয়ে চলছে এই লকাকান্ড। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়াতে পারে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, লবনের চাহিদামাফিক সরবরাহ আছে। শীঘ্রই দাম বাড়ার শঙ্কা নেই। প্রয়োজন না থাকলেও একেকজন পাঁচ কেজি দশ কেজি করে লবন কিনছে। এমন গুজব কেউ ছড়ালে ও অতিরিক্ত মূলল্যে লবন বিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd