সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে অভিযান পরিচালনা করে গত শনিবার দিবাগত রাতে ১৮টি ভারতীয় গরু আটক করেছে ১৯ বিজিবির সুরাইঘাট ক্যাম্প।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৬ নভেম্বর শনিবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিতিত্বে ১৯ বিজিবির সুরাইঘাট ক্যাম্পের টহল টিম চোরাকারবারিদের হাত থেকে ১৮টি ভারতীয় গরু আটক করে। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়।
১৯ বিজিবির কমান্ডিং অফিসার লো. কর্ণেল আবু সাঈদ ১৮টি গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি নিয়মিত ভাবে চোরাচালান বন্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসাবে ১৮টি গরু আটক করা হয়েছে। বিষয়টি কাষ্টম কর্মকর্তাদের জানানো হয়েছে তাদের উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd