সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:44 PM, November 16, 2019
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : পররাষ্টমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের পরিধি বাড়লে সেবার মানও বাড়বে। এজন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে পৃথক প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
এসময় তিনি আরও বলেন, সিসিকের আয়তন বাড়লে বেশি মানুষকে নাগরিক সুবিধা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে এবং উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও সুযোগ সৃষ্টি হবে। দেশের সবগুলো বড় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। খুলনা ও রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও আমাদের সিলেটে নেই। শহর বড় হলে এ দাবি জোরালো হবে। আমরা বলতে পাড়বো সিলেট অনেক বেশি মানুষের শহর সিলেটেও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে ।
সিলেটের জেলা প্রশাসক এম .কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী ,সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী , সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ ।
………………………..
Design and developed by best-bd