সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের মাসিক সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, আলীরগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, ডৌবাড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বশির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ।
সভায় বক্তারা বলেন- জাফলং, বিছনাকান্দি পাথর কোয়ারী থেকে হাজার হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে। এভাবে পাথর উত্তোলন বন্ধ করা হলে এসব শ্রমিকরা না খেয়ে মরবে। তাই ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলন করার দাবি জানান তারা। উপস্থিত সকলে একাত্মতা পোষন করে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন করার নির্দেশ দেন।
এছাড়াও সভায় গোয়াইন নদীর ব্রিজের উপর লাইটিংসহ বিভিন্ন প্রস্তাব করা হয় এবং পরবর্তীতে সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধাণগণ প্রস্তাবে সর্বসম্মতি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd