সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামে ২টি তক্ষকসহ ২ জনকে আটক করে এলাকাবাসী। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার গাছা থানার ছয়দানা গ্রামের মরহুম আহাদ আলীর ছেলে মোঃ আবু তাহের (৫২) ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের মোক্তার আলীর ছেলে মোঃ জুয়েল আহমদ (৫০)।
বুধবার বিকেলে গজারিয়া বাজারে এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ গিয়ে তক্ষকসহ তাদেরকে আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, তক্ষকসহ নৌপুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং তাদের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd