সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে। আটক ওই যুবক উপজেলার মোহাম্মদপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে শিপন মিয়া।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার এএসআই রাজীব রায় জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিপনকে আটক করেন। এ সময় তার কাছে থাকা ২০ পিছ ইয়াবা বড়ি জব্দ করা হয়।এর আগে থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে ৭১ পিছ ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটক করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ক্রাইম সিলেটকে জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে চারজনকেে আটকের পর ২৪ ঘন্টার ব্যাবধানে ইয়াবাসহ শিপন মিয়া নামে আরেক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd