কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক দুই

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক দুই

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই জনকে আটক করা হয়েছে।

উপজেলার রাজনগর ঢালারপাড় গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক সহ এই ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৪ অক্টোবর উপজেলার রাজনগর ঢালারপাড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নাজির উদ্দিন(৩৮) ও জালাল মিয়া(৩২) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

আটক নাজির উদ্দিন উপজেলার মোস্তফা নগর গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং জালাল মিয়া একই গ্রামের হারুন মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই সিরাজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসাবে জব্দ করা হয় এবং আটক মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এস আই খাইরুল বাশার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- কোম্পানীগঞ্জ উপজেলা মাদক মুক্ত না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..