সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
নাশকতার মামলায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে পাঁচ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে তাদেরকে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল হাসান চৌধুরী সুজন ও দিনার আহমেদ শাহ, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাবর আহমেদ এবং ছাত্রদল নেতা মেহেদী ইসলাম চৌধুরী শাহী।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গত বছর মিছিল থেকে ভাঙচুর চালানো ও অগ্নিসংযোগের দুটি মামলায় এ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd