সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে ক্যাসিনো ক্লাবের মালিক এক নেতাকে জড়িয়ে যে খবর প্রকাশ হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন তিনি। চিত্রনাইকা মিষ্টি ক্রাইম সিলেটকে জানিয়েছেন, যে নেতার সঙ্গে তাকে জড়ানো হচ্ছে ওই নেতাকে তিনি চেনেন না। এমনকি সে আটক হওয়ার আগ পর্যন্ত তার নামও শোনেননি বলে দাবি করেন মিষ্টি।
কিন্তু বিভিন্ন গণমাধ্যম তাকে ইঙ্গিত করে যে খবর প্রকাশ করেছে ওইসব খবর প্রসঙ্গে মিষ্টি বলেন, যারা কোনো তথ্যপ্রমান ছাড়া আমাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এরই মধ্যে আমি উকিলের সঙ্গে কথা বলেছি।
তিনি আরো বলেন, কেউ একজন আমার বিরুদ্ধে চক্রান্ত করে এসব নেতিবাচক খবর ছড়াচ্ছে। এজন্য সে নিজের পকেটের টাকাও খরচ করছে। তবে প্রমান ছাড়া এসব চক্রান্ত করে আমার ক্ষতি করতে পারবে না। যারা প্রমান ছাড়া এসব উল্টা-পাল্টা খবর ছড়াচ্ছেন তাদেরকে তথ্যপ্রযুক্তি মামলায় পড়তে হবে।
মিষ্টি জান্নাতের মা শাহ পারভিন আক্তার বুধবার রাতে কান্নাজনিত কন্ঠে ক্রাইম সিলেটকে বলেন, ‘আমার মেয়েকে নিয়ে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি উদ্দেশ্যপ্রণিত খবর চাপা হয়। যদিও সরাসরি আমার মেয়ের নাম উল্লখ করেনি সেখানে কিন্তু যেভাবে বর্ণনা দিয়েছে সেখানে তাতে আমার মেয়ের সাথে পুরোপুরিই মিলে যায়। কিছুদিন আগে এফবিসিসিআইয়ের একজন সদস্য ও মিডিয়ার দালাল বলে খ্যাত মিষ্টিকে খারাপ কথা বলায় মিষ্টি ওই দালালকে বকাঝকা করেন, পরে ওই দালাল আমার মেয়েকে দেখে নেবে বলে হুমকি দেন। আর আমাদের বিশ্বাস ওই দালালই আমার মেয়ের বিরুদ্বে এই মিথ্যে অপবাদ দেয়। যেখানে জিকে শামীমের নাম ও আমরা আগে শুনিনি সেখানে আমার মেয়েকে নিয়ে এভাবে উদ্দেশ্যমূলক ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে। আমি র্যাবের সাথেও কথা বলেছি তারা আমাকে বলেছেন জিকে শামীম এমন ধরনের কোন তথ্য দেননি তাদের। খবরটি ভিত্তিহীন বলে র্যাব আমাকে জানিয়েছেন’।
উল্লেখ্য শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির রুপালি পর্দায় অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল ‘চিনি বিবি’, ‘তুই আমার’, ‘আমি নেতা হবো’। এছাড়া ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র ‘তুই আমার রানি’ দিয়ে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd