গোয়াইনঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত আসামিসহ আটক ৪

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত আসামিসহ আটক ৪

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩০ বোতল অফিসার্স চয়েজ মদসহ একজন ও অন্য আরেক মামলায় ওয়ারেন্টভূক্ত তিনজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পরবল্লী গ্রামের তবারক আলীর ছেলে মাদক ব্যবসায়ী কামরুল হুদা, গুলনী চা বাগান এলাকার রকিব আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি সনু মিয়া এবং সনু মিয়ার দুই ছেলে সাদ উদ্দিন ও আসাদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই যীশু দত্ত ও সুরঞ্জিত দাস এবং এএসআই সালাহউদ্দিন ও মশিউর রহমান পৃথকভাবে অভিযান চালিয়ে উপজেলার পরবল্লী গ্রামের নিজ বাড়ি থেকে ৩০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ কামরুল হুদাকে এবং গুলনী চা বাগান এলাকার নিজ বসত বাড়ি থেকে সনু মিয়া ও তার ছেলে সাদ উদ্দিন এবং আসাদকে আটক করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..