কানাইঘাটে ট্রাফিকের অভিযানে সংবাদপত্র লেখা ৫টি সিএনজি জব্দ

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

কানাইঘাটে ট্রাফিকের অভিযানে সংবাদপত্র লেখা ৫টি সিএনজি জব্দ

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে বিভিন্ন উপজেলায় অবৈধ যানবাহন আটক করতে ট্রাফিক-হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর অংশ হিসেবে সোমবার দিনভর টিআই মারিকুল ইসলামের নেতৃত্বে কানাইঘাটে বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন গাড়ী ও সংবাদপত্র স্টিকার লাগানো অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিলেট জেলা ট্রাফিক পুলিশের একটি দল। এ সময় তারা ৫টি ফিটনেসবিহীন অটোরিকশা আটক করে মামলা দায়ের করেন।

ইতোমধ্যে সাংবাদিক সমাজের দাবির প্রেক্ষিতে সিলেটের বিভিন্ন সড়কে নাম্বারবিহীন অটোরিকশায় জরুরী জাতীয় সংবাদপত্র পরিবহন ও সংবাদপত্র সম্বলিত স্টিকার লাগানো গাড়ীগুলো রাস্তায় চলাচল বন্ধের পাশাপাশি কিছু গাড়ী আটক করতে সক্ষম হয়েছে সিলেট জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

এছাড়া ‘সংবাদপত্র’ গাড়ীতে লিখে যে একটি চক্র প্রতারণার মাধ্যমে অটোরিকশা চালকদের কাছ থেকে ট্রাফিকের পুলিশের নাম ভাঙ্গিয়ে নানাভাবে চাঁদাবাজি করছে জেলা ও সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা ইতোমধ্যে তাদেরকে সনাক্ত করছেন। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..