সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয় বারের মতো দেশব্যাপি উপজেলা পর্যায়ের বালকদের এ টুর্নামেন্টিতে গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়নের অনুর্ধ্ব ১৭ খেলোয়াররা অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের সদস্য সচিব মো. কামরুল হাসানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ফারুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সুবাস দাস, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সারওয়ার, উপজেলা
ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, উপজেলা ছাত্র লীগ নেতা ইনসাদ হোসেন রাজীব, মারুফুল হাসান মারুফ, মোশাররফ হোসেন মাসুম, গোলাম রেজওয়ান রাজীব, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ভভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ- কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে ডৌবাড়ি ইউনিয়ন ফুটবল দলকে ০-১ গোলে পরাজিত করে লেঙ্গুড়া ইউনিয়ন জয় লাভ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd