সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯
বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেছেন, নিজ এলাকার ঐতিহ্য ধরে রেখে প্রতিষ্টানের নাম রাখা ভাল। বাপ-দাদার ঐতিহ্যকে ফেলে অন্যের নামে প্রতিষ্টান হওয়ার যুক্তিকথা নেই। তিনি বলেন, নিজ এলাকার নামে এলাকার প্রতিষ্টানকে ফিরে এনে ইলামেরগাঁও নাম করণ করায় আজ সবাই আনন্দিত।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাে কাজ করে যাচ্ছেন। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। তিনি আজ শনিবার (৩১ আগস্ট) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি আয়োজিত শহিদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল চৌধুরীর সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনা প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেন্দ্র চন্দ দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মসাঈদ আলী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজামান আসাদ, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ আর চেরাগ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বিদ্যালয়ের নতুন নাম ফলক উম্মোচন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd