উত্তপ্ত আসাম, সিলেট সীমান্তে কড়া সতর্কতা জারি

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

উত্তপ্ত আসাম, সিলেট সীমান্তে কড়া সতর্কতা জারি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশের পর সিলেট সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সিলেটের সীমান্তবর্তী কোনো এলাকা দিয়ে এনআরসিতে বাদ পড়া কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নজরদারি বৃদ্ধি করেছে।

এমন তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্ণেল এ এম খায়রুল।

বিজিবির এই কর্মকর্তা জানান, শনিবার আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ। এনআরসির তালিকায় বাদ পড়া লোকজন যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সিলেট জেলার সবকয়টি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যদের সীমান্তে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সেক্টর কমান্ডার খায়রুল বলেন, ‘সীমান্তে বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখার পাশাপাশি স্থানীয় লোকজনকেও সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যের সাথে সিলেটের দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে আসামে এনআরসি থেকে বাদ পড়া লোকজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে বলে শঙ্কা রয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..