সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়েছেন। তাকে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
জানা যায়, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখার-২ এর সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানিয়া সুলতানাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা পদোন্নতি হওয়ায় বুধবার দিনভর তার কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধীজন ও সরকারী কর্মকর্তা কর্মচারীরা তার সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য তানিয়া সুলতানা ২০১৭ সালে ৮অক্টোবর কানাইঘাটে যোগদান করেন। আগামী ২৫ আগস্ট তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd