সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
গোয়াইনঘাটে ৮হাজার শলাকা ভারতীয় সিগারেটসহ আটক ২জন। সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক থেকে বিপুল পরিমাণ ভরতীয় নিষিদ্ধ সিগারেটসহ দু’জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধবার (২১আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নস্থ সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস থেকে নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮হাজার শলাকা সিগারেটসহ দু’জনকে আটক করা হয়
আটকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আলমদি গ্রামের মিনহাজ উদ্দিন’র পুত্র সুজন মোল্লা (২৪) ও মানিকগঞ্জ জেলার সদর থানার ঘহর পাড়া গ্রামের মুসলেম উদ্দিন’র পুত্র রাজিব হোসেন (২১)।
পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং গোয়াইনঘাট থানার ওসি মো: আব্দুল আহাদের স্বার্বিক তত্বাবদায়নে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত এবং এএসআই আতাউলের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ভারতীয় সিগারেটসহ ২ জনকে আটক করা হয়। ভারতীয় ৮ হাজার শলাকা সিগারেটসহ দুজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আহাদ। তিনি বলেন, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম) মাদক নিরোধে স্বার্বক্ষনিক তৎপর রয়েছেন। তারই অংশ হিসেবে গোয়াইানঘাট উপজেলাকে মাদক মুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd