সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে জাফলং বাজার থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে মাদক মামলার ওই আসামীকে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয় ।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৫ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই মো. রাজা মিয়া ফোর্স নিয়ে জাফলং বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে লাখের পার গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো: রানা ওরফে রানা মিয়া (২৫) গ্রেফতার করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন মাদক নিরোধে জিরো টলারেন্সে রয়েছেন। গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রানাকে গ্রেফতার করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd