সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সিলেটে রাস্তা থেকে প্রায় ৫ হাজার ইট তুলে নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল। তিনি মঙ্গলবার সাঙ্গোপাঙ্গদের নিয়ে ইট তুলে নেন বলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এরপর থেকে এলাকায় এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
খবর পেয়ে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া ও ইউপি সদস্য আনিসুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেখানে আসেন। তারাও রাস্তা থেকে ইট তুলতে বাধা দিলে দুলাল লোকজন নিয়ে চলে যান। তবে এর আগেই প্রায় পাঁচ হাজার ইট তুলে নিয়ে যায় দুলালবাহিনী।
ভাটরাই গ্রামের বাসিন্দা এমদাদুল হক বুধবার এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এতে তিনি রাস্তার ৫ হাজার ইট তুলে নেয়ার পাশাপাশি তার (এমদাদ) বাড়ির লক্ষাধিক টাকার গাছও কেটে নেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, দুলাল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় ভয়ে এলাকার লোকজন তার অন্যায়-অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না।
এমদাদুল এর প্রতিকার ও দুলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ নিয়ে কাজ করছেন। ইউপি চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া বলেন, মোহাম্মদ আলী দুলাল কিছু ইট তুলে নিয়ে গেছেন। তবে একটি চক্র রাস্তার একটি অংশ দখল করার অপচেষ্টা চালাচ্ছে।
তারা রাস্তার ওপর গাছ লাগিয়ে রেখেছে বলে গ্রামবাসী আমার কাছে অভিযোগ করেছেন। যেহেতু রাস্তাটি সরকারি, সার্ভেয়ার দিয়ে মাপজোখ করে সীমানা চিহ্নিত করা হবে। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী দুলাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, দুর্বৃত্তরা রাস্তটি অবৈধভাবে দখল করে রেখেছে। সার্ভেয়ার দিয়ে রাস্তা জরিপ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। রাস্তা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন বলে দাবি করেন ক্ষমতাসীন দলের এ নেতা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd