সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত মডেল, অভিনেতা আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী হিরো আলম একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন। সিনেমা প্রযোজনার থেকে শুরু করে একজন সফল ইউটিউবার তিনি। সেই ধারাবাহিকতায় হিরো আলম এবার এফ এ সুমন এর গানে মডেল হচ্ছেন।
গানের কথা, “এসো কাছে”, শিল্পী- এফ এ সুমন, সংগীত- অনিক সাহান। গানটিতে মডেল হয়েছেন হিরো আলম এবং নুসরাত। গানটি ইউটিউব চ্যানেল সর্না টিভিতে প্রকাশিত হবে। প্রযোজনা করেছেন শাকিল আহমেদ।
হিরো আলম জানান, গানটি দর্শকদের বেশ ভালো লাগবে। প্রথমবারের মতো এফ এ সুমনের গানে মডেল হতে পেরে আনন্দিত তিনি। আগামী সপ্তাহে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হতে পারে বলে আশা ব্যক্ত করেন। প্রসঙ্গত হিরো আলম প্রথম চলচ্চিত্র প্রযোজনায় আসছেন। প্রথম একক নায়ক হিসেবে চলচ্চিত্রে আমার আত্মপ্রকাশ ঘটবে। এর আগে তিনি “মার ছক্কা” নামে একটি ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd