সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
গোলাপগঞ্জের সদর ইউনিয়নের রাণাপিং গীর্দ্দ এলাকায় তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ২ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গীর্দ্দ এলাকার মাওলানা আব্দুল হালিমের পুত্র জুবায়ের আহমদ (১৯) ও আনহার আহমদ (২১) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে গোঘা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সুজাল আহমদ, আন্তু মিয়ার পুত্র মিজান আহমদ, আব্দুল হান্নানের পুত্র মাহাদি আহমদ, সেলিম আহমদের পুত্র সাঈদ আহমদ ও সিরাজ আলীর পুত্র রিমন আহমদের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা তাদের স্ব-স্ব বাড়ী পাঠিয়ে দেন। পরে প্রতিপক্ষের সুজাল গংরা পরিকল্পিত ভাবে ঐদিন বিকেল ৪টার দিকে জিজিএম শাহী ঈদগাহর সামনে ফোন দিয়ে ডেকে এনে হামলা চালায়। এ সময় তাদের লোহার রডের আঘাতে আনহার ও জুবায়ের মাঠিতে লুঠে পড়েন। তাদের আর্ত-চিৎকারে স্থানীয় এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ঘটনায় আহতদের বড় ভাই কাউছার আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। (অভিযোগ নং-০৫, তাং-১৬-০৮-১৯)।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান মিজান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd