সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
জকিগঞ্জে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার আহমদ আল ফাহিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুছ এমাদের ছেলে। সোমবার বিকেলে মানিকপুর গ্রামে আপন চাচাতো বোনেকে ধর্ষণের অভিযোগ ওঠে ফাহিমের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বাদী মামলায় উল্লেখ করেন, সোমবার বিকেল সাড়ে ৩টায় তার ভাশুরের ছেলে আহমদ আল ফাহিম তার কন্যা শিশুটিকে ডেকে বসত ঘরের পিছনে টিউবয়েলের কাছে নিয়ে ধর্ষন করে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আটক আহমদ আল ফাহিম স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd