গ্রেপ্তারকৃতরা হল, সিলেটের বালাগঞ্জ থানার ইছাপুর গ্রামের লাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৪), সিলেটের মোগলাবাজার থানার গঙ্গানগর গ্রামের তোহির মিয়ার ছেলে মো. মনছুর মিয়া (৪২), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার সুহালা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আলী আকবর (৫২) এবং নগরীর উপশহর এলাকার ছালেক আহম্মদের ছেলে সাঈদ আহম্মদ (২২)।
এদিকে গ্রেপ্তারকৃত আসামীদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।