জৈন্তাপুরে অপহরণ হওয়া কিশোরী উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

জৈন্তাপুরে অপহরণ হওয়া কিশোরী উদ্ধার, আটক ১
সিলেটের জৈন্তাপুর থেকে  বিয়ানীবাজার থানার অপহরণ মামলার আসামীসহ অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার থানার অপহরণকারী অপহৃত কিশোরীকে নিয়ে জৈন্তাপুর থানা এলাকায় আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিত্বে পুলিশ জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ অভিযানে অপহরণ হওয়া কিশোরী (১৬) কে উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টায় জৈন্তাপুর মডেল থানার এস.আই আজিজুল রহমানের নেতৃত্বে  পুলিশ ফোর্স নিয়ে উপজেলার পাখিবিল গ্রামে আব্দুল লতিবের ছেলে জসিম উদ্দিনের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় অপহরণকারী জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ীর পাশে নির্জন জঙ্গলে কিশোরীসহ লুকিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার সূত্রমতে জানা যায় ২৯ জুলাই সকাল ১১টায় নৌকা যোগে সারী নদী দিয়ে পালিয়ে যাওয়ার সময় অপহৃত কিশোরীসহ অপহরনকারী বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর (চাতলপাড়) গ্রামের সুহেল আহমদের ছেলে শাহিন আহমদ (১৭) কে আটক করতে সক্ষম হয়।

পরে বিয়ানীবাজার থানা পুলিশ জৈন্তাপুর থানা থেকে উদ্ধারকৃত কিশোরী ও অপহরণকারী শাহিন আহমদকে নিয়ে যায়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকির ও এস.আই আজিজুর রহমান বলেন- আমরা সংবাদ পাওয়ার পর পর বেশ কয়েকটি স্থানে অভিযান করি। পরে নৌকা যোগে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় সারী নদী হতে আটক করি। যেহেতু মামলটি বিয়ানী বাজার থানার তাই আটককৃতদের বিয়ানী বাজার পুলিশের কাছে আটক অপহরানকারী সহ মারিয়াকে তুলে দেই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..