তাহিরপুরে ৫ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯

তাহিরপুরে ৫ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে ৩টি দোকান থেকে ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জল জব্দ করে আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আলী হোসেন নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ তাহিরপুর থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো দুপুরে জনসম্মুখে উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..