সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯
“মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগান আর “মৎস্য সেক্টরের সমৃদ্ধি-সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য সামনে রেখে কানাইঘাটে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষে গতকাল বুধবার মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিন ব্যাপী মাইকিং, প্রচারনা ও সকাল সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার তার নিজ কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র নানা দিক তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিকদের মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে কানাইঘাট বাজার পর্যন্ত র্যালী ও আলোচনা সভা এবং দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে। আগামীকাল শুক্রবার লক্ষীপ্রসাদ পশ্চিম ও দিঘীরপাড় ইউপিতে প্রামাণ্য চিত্র প্রদর্শন। শনিবার উপজেলার বোবা হাওড়, সুন্দাকাশি ও নখলার খালে মৎস্য আইন বাস্তবায়ন সহ বিভিন্ন হাট বাজারে ফরমালিন বিরোধী অভিযান ও রবিবার বিভিন্ন স্কুল কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন। সোমবার বিভিন্ন বাজারে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও শেষ দিনে উপজেলা হল রুমে মুল্যায়ন, পুরুষ্কার বিতরণ ও সমাপণী অনুষ্টানের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হবে বলে মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানান। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুন নুর, সাংবাদিক আমিনুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করা হয়। কানাইঘাটে চাহিদার চাইতে মাছের উৎপাদন বেশি রয়েছে এবং এখন অনেকে মৎস্য খামারের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এগিয়ে আসছেন বলে ফারজানা আক্তার বলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd