সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে তরুণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন পিজিএস।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশের সমন্বয়ক ঝর্ণা চৌধুরী, সিলেট বিভাগীয় প্রধান মইনুল হোসেন, পিজিএস’র গভর্নিং বডির সদস্য রায়হান আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, প্রচলিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা ধর্ষণ করে বেঁচে যাচ্ছে। ফলে তারা আবারও ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারণেই প্রতিদিন বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতন।
তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোরতর আইন প্রণয়ণ করলে এসব অপরাধ কমানো সম্ভব। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd