৫০০ টাকা করে তুলে উনার দাফনের জন্য জায়গা কিনে দেব

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

৫০০ টাকা করে তুলে উনার দাফনের জন্য জায়গা কিনে দেব
জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন নিয়ে দলটির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। রোববার দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা। নেতাকর্মীদের মাঝে উত্তেজনাও দেখা দেয়।

নেতাকর্মীদের অভিযোগ, বনানী সামরিক কবরস্থানে কেন তাকে দাফন করা হবে? তারা বলছেন, ওখানে এরশাদকে দাফন করার মধ্যে দিয়ে জাতীয় পার্টিকেও দাফন করা হবে।

জাতীয় পার্টির কর্মী আজহার বলেন, ‘স্যারকে ওখানে কেন দাফন করা হবে? উনাকে ওখানে দাফন করার চেয়ে রংপুরে দাফন করা ভালো। প্রয়োজনে আমরা ৫০০ টাকা করে তুলে উনার দাফনের জন্য জায়গা কিনে দেব। বনানী কবরস্থানে উনাকে দাফন করা যেতে পারে।’

জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি ইফতেখার হাসান বলেন, ঢাকার যে কোনো উন্মুক্ত স্থানে সুন্দর পরিবেশে দাফন করতে হবে। এটাই আমাদের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, দাফনের জায়গা পরিবর্তন হতে পারে।

দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান বলেন, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..