সিলেট ৯ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১১ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: 9:02 PM, July 13, 2019
Sharing is caring!
প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শনিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন।
বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান। তার সাথে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও শপথ অনুষ্ঠানে ছিলেন।
ইমরান আহমদের শপথ গ্রহণের মধ্য দিয়ে বর্তমান সরকারে সিলেট বিভাগের পূর্ণ মন্ত্রীর সংখ্যা দাঁড়ালো চারে। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে আরও একজন রয়েছেন মন্ত্রী সভায়।
পূর্ণমন্ত্রীরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবেশ বন ও জলবায়ূ মন্ত্রী শাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এছাড়া বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এডভোকেট মাহবুব আলী।
………………………..
Design and developed by best-bd