সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মৌলভীবাজার থেকে ১ জনসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে তাদের আটকের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইল থেকে র্যাব-৬ শহীদুল ইসলামকে (২৫), চট্টগ্রাম থেকে র্যাব-৭ আরমান হোসাইনকে (২০), মৌলভীবাজার থেকে র্যাব-৯ ফারুককে (৫০) এবং কুমিল্লা থেকে র্যাব-১১ হায়াতুন নবীকে (৩১) আটক করেছে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd