সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯
কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ সাতবাঁক ইউপি শাখার এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপূর ২টায় স্থানীয় চরিপাড়া উচ্চবিদ্যালয় হলরুমে সম্পন্ন করা হয়।
শাখা সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আহসান রিপন এবং সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ জুয়েলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতবাক ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সুলেমান, রাজনীতিবিদ মকদ্দুস আলী মখই, চরিপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ মুজ্জমিল আলী, জুলাই আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমদ, সমাজসেবী আব্দুন নুর কুটই। বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক হোমায়েদ আহমদ, অর্থ সম্পাদক আদিল চৌধূরী, অফিস সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলু, প্রযুক্তি সম্পাদক তারেক আহমদ, মাস্টার আবুল খয়ের, মাস্টার ইসলাম উদ্দীন, ৩নং ইউপি সভাপতি হাফিজ আহমদ সুজন, সেক্রেটারি গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে ১৫০ জন এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd