সিলেট নগরীর কালীঘাটে অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ১টি শটগান ও কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান অভিযান পরিচালনা করে।
আটক অস্ত্র ব্যবসায়ীর নাম কাইয়ুম (৩৮)। সে নগরীর কাজীটুলার মৃত আব্দুল মোনাফের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম।