সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৯
বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে চালক ও একই পরিবারের ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিয়ানীবাজার-চন্দরপুর আঞ্চলিক সড়কের তিলপাড়া হযরত শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শিরা জানান, মাইক্রোবাসের মধ্যে থাকা যাত্রিদের উদ্ধার করে আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। মাইক্রোবাসের মধ্যে চালক ছাড়াও একই পরিবারের তিন মহিলা, শিশু, বৃদ্ধ ও পুরুষ ছিলেন। তাদের গ্রামে বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তারা দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জে বসবাস করছেন।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত স্থানীয় এলাকাবাসী মাইক্রোবাসটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd