সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯
কোম্পানীগঞ্জে ফের বালু বুঝাই নৌকা ডুবে নৌকার এক মাঝি নিখোঁজ রয়েছেন। গতকাল পৃথক দুটি নৌকা ডুবির ঘটনার পর আজ সোমবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে আরেকটি নৌকা ডুবুরি ঘটনা ঘটে। এ ঘটনায় পাবেল মিয়া (৫৩) নামে এক মাঝি নিখোঁজ রয়েছেন। পাবেল মিয়া সুনামগঞ্জের বিশম্ভরপুর সংগ্রামপুর এলাকার নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার নতুন বাজার ও বাংকারের মাঝামাঝিতে মরা ধলাই নদীতে খালি বলগেট নৌকার ধাক্কায় বালু বুঝাই বলগেট নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জন মাঝি লাফ দিয়ে নিরাপদে চলে গেলেও নৌকার ভিতরে ঘুমন্ত অবস্থায় একজন মাঝি ছিলেন বলে জানা যায়। পরে ডুবুরি দিয়ে নৌকার ভিতরে খোঁজে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম সিলেট টুডেকে বলেন, নদীতে স্রোতের কারণে খালি নৌকার ধাক্কায় বালু বুঝাই একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা ২ জন মাঝি লাফ দিয়ে আত্মরক্ষা করেন। তাদের ভাষ্য অনুযায়ী নৌকার ভিতরে ঘুমন্ত অবস্থায় আরেকজন মাঝি ছিলেন। তাকে উদ্ধারের জন্য ডুবুরি দিয়ে চেষ্টা চালানো হলেও নৌকার ভিতরে কাউকে পাওয়া যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd